শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৬৬
বিতর প্রসঙ্গ
১৬৬৬। সালিহ ইবৃন আব্দুর রহমান (রাহঃ) ..... বকর ইব্‌ন আব্দুল্লাহ্‌ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ইব্ন উমর (রাযিঃ) দু'রাক'আত সালাত আদায় করার পর ক্রীতদাসকে বললেন, আমাদের জন্য হাওদা বেঁধে নাও। তারপর উঠে এক রাক'আত মিলিয়ে বিতর আদায় করলেন।
অতএব এ সমস্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, তিনি তিন রাক'আত বিতর পড়তেন। কিন্তু তিনি এক রাক'আত এবং দু'রাক'আত-এর মধ্যে (সালাম দিয়ে) পৃথক করতেন। অবশ্যই তাঁর থেকে বিতর যে তিন রাক'আত তা সর্বসম্মত রূপে প্রমাণিত হলো।
তৃতীয় দলের পক্ষ থেকে দ্বিতীয় দলের দলীলের উত্তর
ইব্‌ন উমর (রো) থেকে তাঁর এরূপ মতামতও বর্ণিত আছে, যার দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর উক্তি যা আমরা উল্লেখ করে এসেছি যে, তাতে বিশ্লেষণের অবকাশ রয়েছে।
1666 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: صَلَّى ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا رَكْعَتَيْنِ ثُمَّ قَالَ: «يَا غُلَامُ ارْحَلْ لَنَا ثُمَّ قَامَ فَأَوْتَرَ بِرَكْعَةٍ» فَفِي هَذِهِ الْآثَارِ أَنَّهُ كَانَ يُوتِرُ بِثَلَاثٍ , وَلَكِنَّهُ كَانَ يَفْصِلُ بَيْنَ الْوَاحِدَةِ وَالِاثْنَتَيْنِ , فَقَدِ اتُّفِقَ عَنْهُ فِي الْوِتْرِ أَنَّهُ ثَلَاثٌ. وَقَدْ جَاءَ عَنْهُ مِنْ رَأْيِهِ أَيْضًا مَا يَدُلُّ عَلَى أَنَّ قَوْلَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي ذَكَرْنَاهُ كَمَا وَصَفْنَا أَنَّهُ يَحْتَمِلُ مِنَ التَّأْوِيلِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৬৬ | মুসলিম বাংলা