শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৬৫
বিতর প্রসঙ্গ
১৬৬৫। ইউনুস (রে) ..... নাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্ ইবন উমর (রাযিঃ) বিতর-এর দুই ও এক রাক'আতের মধ্যে দু'রাক'আত-এর মাথায় সালাম ফিরানোর পরে নিজস্ব কোন প্রয়োজনের জন্য হুকুম করতেন।
1665 - فَإِذَا يُونُسُ قَدْ حَدَّثَنَا , قَالَ: أنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ , عَنْ نَافِعٍ: «أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ»
