শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৬৪
বিতর প্রসঙ্গ
১৬৬৪। আহমদ ইব্ন দাউদ ইব্ন মুসা (রাহঃ) ..... ইব্ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি দু'রাক'আত এবং বিতরকে সালাম দ্বারা পৃথক করতেন। আর ইব্ন উমর (রাযিঃ) বলেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এরূপ করতেন। তিনি রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) জোড় দু'রাক'আত এবং বিতর আদায় করতেন, আর কোন কোন সময় তা সবই বিতর হতো।
বস্তুত তাঁর উক্তি “সালাম দ্বারা তিনি পৃথক করতেন” এ সালাম দ্বারা তাশাহ্হুদ উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা রয়েছে; আবার সালাম দ্বারা এরূপ সালামও উদ্দেশ্য হতে পারে যা দ্বারা সালাত শেষ করা যায়।
আমরা এ বিষয়ে অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে দেখেছিঃ
বস্তুত তাঁর উক্তি “সালাম দ্বারা তিনি পৃথক করতেন” এ সালাম দ্বারা তাশাহ্হুদ উদ্দেশ্য হওয়ার সম্ভাবনা রয়েছে; আবার সালাম দ্বারা এরূপ সালামও উদ্দেশ্য হতে পারে যা দ্বারা সালাত শেষ করা যায়।
আমরা এ বিষয়ে অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে দেখেছিঃ
1664 - وَقَدْ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي دَاوُدَ بْنِ مُوسَى , قَالَ: ثنا عَلِيُّ بْنُ بَحْرٍ الْقَطَّانُ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الْوَضِينِ بْنِ عَطَاءٍ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ , عَنْ أَبِيهِ «أَنَّهُ كَانَ يَفْصِلُ بَيْنَ شَفْعِهِ وَوِتْرِهِ بِتَسْلِيمَةٍ , وَأَخْبَرَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُ ذَلِكَ» فَقَدْ أَخْبَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي شَفْعًا وَوِتْرًا , وَذَلِكَ فِي الْجُمْلَةِ كُلُّهُ وِتْرٌ , وَقَوْلُهُ: يَفْصِلُ بِتَسْلِيمَةٍ يَحْتَمِلُ أَنْ يَكُونَ تِلْكَ التَّسْلِيمَةُ يُرِيدُ بِهَا التَّشَهُّدَ , وَيَحْتَمِلُ أَنْ يَكُونَ التَّسْلِيمَ الَّذِي يَقْطَعُ الصَّلَاةَ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
