শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৪৮
আন্তর্জাতিক নং: ১৬৫০
৩২-বিতর প্রসঙ্গ
১৬৪৮-১৬৫০। ইবরাহীম ইব্ন আবু দাউদ (রাহঃ) ও বাককার (রাহঃ) ..... ইবন' উমর (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেনঃ রাতের শেষ প্রহরে বিতর হচ্ছে এক রাক'আত।

সুলায়মান ইবন শু'আইব আল-কায়সানী রে)..... কাতাদা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আবু মিজলায (রাহঃ)-কে অনুরূপ উল্লেখ করতে শুনেছি।
بَابُ الْوِتْرِ
1648 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْجَعْدِ , قَالَ: أنا شُعْبَةُ ح

1649 - وَحَدَّثَنَا بَكَّارٌ , قَالَ: ثنا وَهْبٌ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي التَّيَّاحِ , قَالَ: سَمِعْتُ أَبَا مِجْلَزٍ يُحَدِّثُ , عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْوِتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ»

1650 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا مِجْلَزٍ، فَذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৪৮ | মুসলিম বাংলা