শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৪৬
সালাতে সালাম ফরয না সুন্নত ?
১৬৪৬। বকর ইব্‌ন ইদ্রিস (রাহঃ)..... হাসান আল-বসরী (রাহঃ) থেকে সেই ব্যক্তির ব্যাপারে বর্ণনা করেন, শেষ সিজ্দা থেকে মাথা উঠানোর পরে যার উযূ ভঙ্গ হয়েছে এ সম্পর্কে তিনি বলেছেনঃ তার সালাত বিশুদ্ধ হবে না যতক্ষণ না সে তাশাহ্হুদ পড়বে অথবা তাশাহ্হদ পরিমাণ বসবে।
1646 - حَدَّثَنَا بَكْرُ بْنُ إِدْرِيسَ , قَالَ: ثنا آدَمُ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ يُونُسَ , عَنِ الْحَسَنِ فِي الرَّجُلِ يُحْدِثُ بَعْدَ مَا رَفَعَ رَأْسَهُ مِنْ آخِرِ السَّجْدَةِ فَقَالَ: «لَا يُجْزِيهِ حَتَّى يَتَشَهَّدَ أَوْ يَقْعُدَ قَدْرَ التَّشَهُّدِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৪৬ | মুসলিম বাংলা