শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৩৩
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬৩৩। ইবরাহীম ইব্ন মারযূক (রে) ..... হাকাম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন,
আমি ইব্ন আবী লায়লা রে)-এর সাথে সালাত আদায় করছিলাম, তিনি তাঁর ডানে এবং বামে اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ - اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে সালাম ফিরাচ্ছিলেন।
বস্তুত এ দু'জন তাবেঈরই রয়েছে প্রবীণত্ব এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিপুলসংখ্যক সাহাবীর সাহচর্য যা তাঁদের বিরোধীদের নেই। যাদের আলোচনা আমি এ পরিচ্ছেদে করে এসেছি। অতএব এ বিষয়ে তাঁদের দু'জন থেকে যে রিওয়ায়াত আমি বর্ণনা করেছি তাই উত্তম বিবেচিত হবে। যেহেতু তাঁরা উভয়ে পূর্ববতীদের অনুসরণ করেছেন এবং এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে যা প্রমাণিত আছে তার সাথে তাদের রয়েছে সামঞ্জস্য । এটি ইমাম আবু হানীফা (রাহঃ), আবু. ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এরও অভিমত ।
আমি ইব্ন আবী লায়লা রে)-এর সাথে সালাত আদায় করছিলাম, তিনি তাঁর ডানে এবং বামে اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ - اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ বলে সালাম ফিরাচ্ছিলেন।
বস্তুত এ দু'জন তাবেঈরই রয়েছে প্রবীণত্ব এবং রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিপুলসংখ্যক সাহাবীর সাহচর্য যা তাঁদের বিরোধীদের নেই। যাদের আলোচনা আমি এ পরিচ্ছেদে করে এসেছি। অতএব এ বিষয়ে তাঁদের দু'জন থেকে যে রিওয়ায়াত আমি বর্ণনা করেছি তাই উত্তম বিবেচিত হবে। যেহেতু তাঁরা উভয়ে পূর্ববতীদের অনুসরণ করেছেন এবং এ বিষয়ে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে যা প্রমাণিত আছে তার সাথে তাদের রয়েছে সামঞ্জস্য । এটি ইমাম আবু হানীফা (রাহঃ), আবু. ইউসুফ (রাহঃ) ও মুহাম্মাদ (রাহঃ)-এরও অভিমত ।
1633 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنِ الْحَكَمِ، قَالَ: كُنْتُ أُصَلِّي مَعَ ابْنِ أَبِي لَيْلَى , فَيُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ شِمَالِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ , السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ» فَهَذَانِ تَابِعِيَّانِ مَعَهُمَا مِنَ الْقِدَمِ وَمِنَ الصُّحْبَةِ بِجَمَاعَةٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لَيْسَ لِلَّذِي يُخَالِفُهُمَا مِمَّنْ ذَكَرْنَا فِي هَذَا الْبَابِ. فَالَّذِي رَوَيْنَا عَنْهُمَا مِنْ ذَلِكَ أَوْلَى , لِاقْتِدَائِهِمَا بِمَنْ قَبْلَهُمَا , وَلِمُوَافَقَتِهِمْ لِمَا قَدْ ثَبَتَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ. وَهَذَا أَيْضًا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
