শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৩২
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬৩২। ইউনুস রে) …… যাহরাহ ইব্ন মা'বাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ সাঈদ
ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) ডানে এবং বামে সালাম ফিরাতেন।
ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) ডানে এবং বামে সালাম ফিরাতেন।
1632 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أنا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي سَعِيدُ بْنُ أَبِي أَيُّوبَ، عَنْ زُهْرَةَ بْنِ مَعْبَدٍ، قَالَ: «كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ , يُسَلِّمُ عَنْ يَمِينِهِ، وَعَنْ يَسَارِهِ»
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নামায শেষ করতে হয় ডানে-বামে পূর্ণ ঘাড় ঘুরিয়ে দু’দিকে সালাম ফিরানোর মাধ্যমে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫২৪)
