শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৩০
আন্তর্জাতিক নং: ১৬৩১
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬৩০-১৬৩১। ইব্‌ন মারযূক (রাহঃ) ..... হাসান আল-বসরী (রাহঃ) এবং মুহাম্মাদ ইব্‌ন সীরীন (রাহঃ) থেকে মাত্র
একটি সালামের কথা বর্ণনা করেছেন।

ইবরাহীম ইবন মারযূক. রে) ..... উমর ইব্ন আব্দুল. আযিয (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা
করেছেন।

উত্তরে তাকে বলা হবে যে, তুমি সত্য বলেছ বাস্তবিকই এই সমস্ত তাবেঈগণ থেকে এক সালাম বর্ণিত হয়েছে। অথচ তাঁদের পূর্ববর্তী এবং তাঁদের অপেক্ষা শ্রেষ্ঠ তাবেঈগণ থেকে এ বিষয়ে দু'সালাম সম্বলিত বিরোধী রিওয়ায়াত বর্ণিত হয়েছে। তাছাড়া এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে অকাট্য সূত্রে (মুতাওয়াতির) বর্ণিত হয়েছে, যা আমি ইতিপূর্বে এ অনুচ্ছেদে উল্লেখ করে এসেছি। আবার পূর্বোল্লিখিত তাবেঈগণ অপেক্ষা শ্রেষ্ঠ দুই তাবেঈ সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) এবং ইব্‌ন আবী লায়লা রে) থেকে তাঁদের পরিপন্থী রিওয়ায়াত বর্ণিত হয়েছে।
1630 - وَمَا حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ , عَنِ ابْنِ عَوْنٍ , عَنِ الْحَسَنِ , وَمُحَمَّدٍ: «تَسْلِيمَةً وَاحِدَةً»

1631 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , قَالَ: ثنا سَعِيدٌ , عَنْ سَعِيدٍ , عَنْ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ , مِثْلَهُ قِيلَ لَهُ صَدَقْتَ , قَدْ رُوِيَ هَذَا عَنْ هَؤُلَاءِ وَقَدْ رُوِيَ عَمَّنْ قَبْلَهُمْ مِمَّنْ ذَكَرْنَا مَا يُخَالِفُ ذَلِكَ , مَعَ مَا قَدْ تَوَاتَرَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , مِمَّا قَدَّمْتُ ذِكْرَهُ فِي هَذَا الْبَابِ. وَقَدْ رُوِيَ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , وَابْنِ أَبِي لَيْلَى , وَهُمَا مِنَ التَّابِعِينَ أَكْبَرُ مِنْ أُولَئِكَ خِلَافُ مَا رُوِيَ عَنْهُمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান