শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬২৯
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬২৯। এ ব্যাপারে বর্ণিত আছেঃ আবু বিশর আল-রকী (রাহঃ) ..... হাসন বসরীর রে) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে সালাতে সামনের দিকে একবার মাত্র সালাম দিতেন।
1629 - وَذَكَرَ فِي ذَلِكَ مَا قَدْ حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا مُعَاذٌ , عَنِ ابْنِ عَوْنٍ عَنْ مُحَمَّدٍ , وَعَنْ أَشْعَثَ , عَنِ الْحَسَنِ «أَنَّهُمَا كَانَا يُسَلِّمَانِ فِي الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً حِيَالَ وُجُوهِهِمَا»
