শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬১৩
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১৩। আহমদ ইবনে আব্দুল মু'মিন আল-সূফী (রাহঃ) .... আযরাক ইবনে কায়স (রাহঃ) থেকে বর্ণনা
করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে আবু উমাইয়া (রাযিঃ) সালাত আদায় করেছেন, তারপর
তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের মধ্যে ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
আবু জাফর (তাহাবী র) বলেন, সালাতে সালাম সংক্রান্ত রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমার জানা মতে যত সহীহ হাদীস রয়েছে সবগুলােকে আমি এ অধ্যায়ে নিয়ে এসেছি। আর সবগুলাে হাদীসই দারাওয়ারদী (রাহঃ)-এর বর্ণনার পরিপন্থী, যে বর্ণনার অসারতা আমরা এ অধ্যায়ের প্রারম্ভে বর্ণনা
করেছি। সংশ্লিষ্ট বিষয়ে আরাে একদল আলিম নীচের হাদীস দ্বারা দলীল পেশ করেছেনঃ
করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে আবু উমাইয়া (রাযিঃ) সালাত আদায় করেছেন, তারপর
তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) সালাতের মধ্যে ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
আবু জাফর (তাহাবী র) বলেন, সালাতে সালাম সংক্রান্ত রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে আমার জানা মতে যত সহীহ হাদীস রয়েছে সবগুলােকে আমি এ অধ্যায়ে নিয়ে এসেছি। আর সবগুলাে হাদীসই দারাওয়ারদী (রাহঃ)-এর বর্ণনার পরিপন্থী, যে বর্ণনার অসারতা আমরা এ অধ্যায়ের প্রারম্ভে বর্ণনা
করেছি। সংশ্লিষ্ট বিষয়ে আরাে একদল আলিম নীচের হাদীস দ্বারা দলীল পেশ করেছেনঃ
1613 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ الصُّوفِيُّ، قَالَ: ثنا أَشْعَثُ بْنُ شُعْبَةَ، قَالَ: ثنا الْمِنْهَالُ بْنُ خَلِيفَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، قَالَ: صَلَّى بِنَا أَبُو أُمَيَّةَ ثُمَّ حَدَّثَنَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلَّمَ فِي الصَّلَاةِ عَنْ يَمِينِهِ وَعَنْ يَسَارِهِ»
قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمْ نَعْلَمْ شَيْئًا صَحَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّلَامِ فِي الصَّلَاةِ إِلَّا وَقَدْ دَخَلَ فِيمَا رَوَيْنَا فِي هَذَا الْبَابِ , فَإِنَّمَا يُخَالِفُ ذَلِكَ مَنْ يُخَالِفُهُ إِلَى حَدِيثِ الدَّرَاوَرْدِيِّ الَّذِي قَدْ بَيَّنَّا فَسَادَهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي ذَلِكَ أَيْضًا
قَالَ أَبُو جَعْفَرٍ: فَلَمْ نَعْلَمْ شَيْئًا صَحَّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّلَامِ فِي الصَّلَاةِ إِلَّا وَقَدْ دَخَلَ فِيمَا رَوَيْنَا فِي هَذَا الْبَابِ , فَإِنَّمَا يُخَالِفُ ذَلِكَ مَنْ يُخَالِفُهُ إِلَى حَدِيثِ الدَّرَاوَرْدِيِّ الَّذِي قَدْ بَيَّنَّا فَسَادَهُ فِي أَوَّلِ هَذَا الْبَابِ وَقَدِ احْتَجَّ قَوْمٌ فِي ذَلِكَ أَيْضًا
