শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬১২
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১২। নসর ইবনে মারযূক (রাহঃ)....... আউস ইবনে আউস (রাযিঃ) অথবা আউস ইবনে আবু আউস (রাযিঃ)
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট অর্ধ মাস যাবত অবস্থান করেছি, তাঁকে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন।
1612 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ عُمَيْرِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الْمُغِيرَةِ الطَّائِفِيِّ، عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، أَوْ أَوْسِ بْنِ أَبِي أَوْسٍ , قَالَ: «أَقَمْتُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِصْفَ شَهْرٍ , فَرَأَيْتُهُ يُصَلِّي ويُسَلِّمُ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬১২ | মুসলিম বাংলা