শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬১১
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১১। আবু উমাইয়া (রাহঃ) ..... তালক ইব্ন আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা যখন রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করতাম আর তিনি সালাম ফিরাতেন তখন
আমরা তাঁর ডান পার্শ্বস্থ এবং বামপার্শ্বস্থ গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
আমরা তাঁর ডান পার্শ্বস্থ এবং বামপার্শ্বস্থ গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম।
1611 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ، قَالَ: ثنا مُلَازِمُ بْنُ عَمْرٍو، قَالَ: ثنا هَوْذَةُ بْنُ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ: «كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمَ رَأَيْنَا بَيَاضَ خَدِّهِ الْأَيْمَنِ وَبَيَاضَ خَدِّهِ الْأَيْسَرِ»
