শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬১০
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬১০। ইবনে আবু দাউদ (রাহঃ)......আবু মালিক আল-আশআরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
তাঁর সম্প্রদায়কে বললেন, আমি কি তােমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত পড়াব না ? তিনি সালাতের বিবরণ পেশ করলেন এবং ডানে-বামে সালাম ফিরালেন তারপর বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত এরূপ ছিলাে।
তাঁর সম্প্রদায়কে বললেন, আমি কি তােমাদেরকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাত পড়াব না ? তিনি সালাতের বিবরণ পেশ করলেন এবং ডানে-বামে সালাম ফিরালেন তারপর বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সালাত এরূপ ছিলাে।
1610 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَيَّاشٌ الرَّقَّامُ، قَالَ: ثنا عَبْدُ الْأَعْلَى، قَالَ: ثنا قُرَّةُ، قَالَ: ثنا بُدَيْلٌ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنَمٍ، قَالَ: قَالَ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ لِقَوْمِهِ: " أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَذَكَرَ الصَّلَاةَ وَسَلَّمَ عَنْ يَمِينِهِ , وَعَنْ شِمَالِهِ , ثُمَّ قَالَ: هَكَذَا كَانَتْ صَلَاةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ "
