শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬০৯
সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৬০৯। ইবনে আবু দাউদ (রাহঃ)...... আদী ইব্‌ন আমীরা আল-হারামী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) যখন সালাতে সালাম ফিরাতেন তখন ডান দিকে নিজের মুখমণ্ডল ফিরাতেন যাতে তাঁর গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত, তারপর বাম দিকে সালাম ফিরাতেন এবং মুখমণ্ডল ঘুরাতেন যাতে তার বামপার্শ্বস্থ গণ্ডদেশ দেখা যেত।
1609 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا يَحْيَى بْنُ مَعِينٍ، قَالَ: ثنا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: قَرَأْتُ عَلَى الْفُضَيْلِ حَدَّثَنِي أَبُو حَرِيزٍ، أَنَّ قَيْسَ بْنَ أَبِي حَازِمٍ، حَدَّثَهُ أَنَّ عَدِيَّ بْنَ عَمِيرَةَ الْحَضْرَمِيَّ حَدَّثَهُ , قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الصَّلَاةِ أَقْبَلَ بِوَجْهِهِ عَنْ يَمِينِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ , ثُمَّ يُسَلِّمُ عَنْ يَسَارِهِ , وَيُقْبِلُ بِوَجْهِهِ حَتَّى يُرَى بَيَاضُ خَدِّهِ الْأَيْسَرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬০৯ | মুসলিম বাংলা