শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৮৩
৩০-সালাতে সালাম ফিরানো প্রসঙ্গ- সালাম কিরূপ?
১৫৮৩। রবিউল জীযী (রাহঃ) এবং রাওহ ইবনুল ফারাজ (রাহঃ)..... সা'দ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,
রাসূলুল্লাহ (ﷺ) সালাতের শেষে- السلام عليكم বলে এক সালাম ফিরাতেন।

আবু জাফর (তাহাবী র) বলেনঃ একদল আলিম অভিমত ব্যক্ত করেছেন যে, মুসল্লী তার সালাতে
সামনের দিকে মুখ করে একবার মাত্র সালাম ফিরাবে এবং বলবে السلام عليكم তারা এ ব্যাপারে
এ হাদীস দ্বারা দলীল পেশ করেন।
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ ব্যাপারে তাদের বিরােধিতা করে ভিন্নমত ব্যক্ত করেছেন, এবং
বলেছেন, বরং মুসল্লীর জন্য ডানে-বামে সালাম ফিরানাে এবং প্রতি সালামে السلام عليكم ورحمة الله
বলা উচিত। এ বিষয়ে প্রথম মত ব্যক্তকারীদের বিরুদ্ধে আমাদের দলীল হচ্ছে, সা'দ (রাযিঃ)--
হাদীসটি বিশেষভাবে দারাওয়ারদী রিওয়ায়াত করেছেন, অথচ মুসআব (রাহঃ) থেকে বর্ণনাকারী অন্য
সকলেই এ ব্যাপারে তাঁর বিরােধিতা করেছেন।
بَابٌ السَّلَامُ فِي الصَّلَاةِ , كَيْفَ هُوَ؟
1583 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , وَرَوْحُ بْنُ الْفَرَجِ , قَالَا: ثنا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ الزُّهْرِيُّ قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ , عَنْ مُصْعَبِ بْنِ ثَابِتٍ , عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُحَمَّدٍ , عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ , عَنْ سَعْدٍ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَلِّمُ فِي آخِرِ الصَّلَاةِ تَسْلِيمَةً وَاحِدَةً: السَّلَامُ عَلَيْكُمْ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمُصَلِّيَ يُسَلِّمُ فِي صَلَاتِهِ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ , السَّلَامُ عَلَيْكُمْ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: بَلْ يَنْبَغِي لَهُ أَنْ يُسَلِّمَ عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ يَقُولُ فِي كُلِّ وَاحِدَةٍ مِنَ التَّسْلِيمَتَيْنِ: السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ. وَكَانَ مِنْ حُجَّتِنَا عَلَيْهِمْ فِي ذَلِكَ عَلَى أَهْلِ الْمَقَالَةِ الْأُولَى أَنَّ حَدِيثَ سَعْدٍ هَذَا إِنَّمَا رَوَاهُ كَمَا ذَكَرَهُ الدَّرَاوَرْدِيُّ خَاصَّةً. وَقَدْ خَالَفَهُ فِي ذَلِكَ كُلُّ مَنْ رَوَاهُ , عَنْ مُصْعَبٍ غَيْرُهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৮৩ | মুসলিম বাংলা