শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৮১
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৮১। আবু বাকরা (রাহঃ) ..... রবী' ইবনে খায়সাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আলকামা
(রাহঃ)-এর সাথে সাক্ষাত করে বললেনঃ আমি তাশাহ্হুদের মধ্যে وبركاته এর পরে ومغفرته বাড়িয়ে
দেই। আলকামা (রাহঃ) বললেন, যতটুকু ইবনে মাসউদ (রাযিঃ) আমাদেরকে শিখিয়েছেন, ততটুকুতেই
আমরা শেষ করি।
1581 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ الرَّبِيعَ بْنَ خَيْثَمٍ، لَقِيَ عَلْقَمَةَ , فَقَالَ: إِنَّهُ قَدْ بَدَا لِي أَنْ أَزِيدَ فِي التَّشَهُّدِ وَمَغْفِرَتُهُ , فَقَالَ لَهُ عَلْقَمَةُ: «نَنْتَهِي إِلَى مَا عُلِّمْنَاهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৮১ | মুসলিম বাংলা