শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৮০
নামাযের অধ্যায়
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৮০। আবু বাকর (রাহঃ)..... . মুসাইইব ইবনে রাফি' (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের মধ্যে জনৈক ব্যক্তি কে بسم الله সংযােজন করে بسم الله التحيات
বলতে শুনেন। এতে আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, (সালাত পড়ছ, না) খানা খাচ্ছ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের মধ্যে জনৈক ব্যক্তি কে بسم الله সংযােজন করে بسم الله التحيات
বলতে শুনেন। এতে আব্দুল্লাহ্ (রাযিঃ) বললেন, (সালাত পড়ছ, না) খানা খাচ্ছ।
كتاب الصلاة
1580 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا مُؤَمَّلٌ، قَالَ: ثنا سُفْيَانُ، قَالَ: ثنا إِسْحَاقُ بْنُ يَحْيَى، عَنِ الْمُسَيِّبِ بْنِ رَافِعٍ، قَالَ: سَمِعَ عَبْدُ اللهِ، رَجُلًا يَقُولُ فِي التَّشَهُّدِ: بِسْمِ اللهِ التَّحِيَّاتُ لِلَّهِ , فَقَالَ لَهُ عَبْدُ اللهِ: «أَتَأْكُلُ؟»