শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৭৯
নামাযের অধ্যায়
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৯। আবু বাকরা (রাহঃ)....আব্দুর রহমান ইব্‌ন ইয়াযিদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেনঃ আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) তাশাহহুদের মধ্যে 'ওয়াও' (অক্ষর) সংযােজনের ব্যাপারে
আমাদেরকে পাকড়াও করতেন।
كتاب الصلاة
1579 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو أَحْمَدَ قَالَ: ثنا سُفْيَانُ عَنِ الْأَعْمَشِ , عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ , قَالَ: «كَانَ عَبْدُ اللهِ يَأْخُذُ عَلَيْنَا الْوَاوَ فِي التَّشَهُّدِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান