শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৭৪
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৪। ইবনে আবু দাউদ (রাহঃ) আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা কুরআন মজীদের সূরার ন্যায় তাশাহহুদ শিক্ষা করতাম। তারপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহ্হুদের অনুরূপ উল্লেখ করেছেন। এ ব্যাপারে জাবির (রাযিঃ)ও তাঁর (উমার (রাযিঃ)-এর) বিরােধিতা করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ (ﷺ) থেকে জাবির (রাযিঃ)-এর সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
1574 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا مُوسَى بْنُ هَارُونَ الْبُرْدِيُّ قَالَ: ثنا سَهْلُ بْنُ يُوسُفَ الْأَنْمَاطِيُّ قَالَ ابْنُ أَبِي دَاوُدَ بَصْرِيٌّ ثِقَةٌ قَالَ: ثنا حُمَيْدٌ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , قَالَ: «كُنَّا نَتَعَلَّمُ التَّشَهُّدَ كَمَا نَتَعَلَّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ سَوَاءً. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
