শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৭৫
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৭৫। ইরাহীম ইবনে মারযূক (রাহঃ) জাবির ইবনে আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাদের কে রাসূলুল্লাহ্ (ﷺ) যেভাবে কুরআনের সূরা শিখাতেন অনুরূপভাবে তাশাহহুদ শিখাতেন, এই বলে.... بسم الله وبالله. তারপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ)-এর তাশাহহুদের অনুরূপ
হুবহু উল্লেখ করেছেন। কিন্তু তিনি এতটুকু পার্থক্য করে বলেছেন-
عبد الله ورسوله واسأل الله الجنة واعوذ بالله من النار
সংশ্লিষ্ট বিষয়ে আবু মুসা আল-আচআরী (রাযিঃ) ও উমর (রাযিঃ) এর বিরোধিতা করেছেন।
এ বিষয়ে তাঁর সূত্রে রাসুলুল্লাহ থেকে হাদীস বর্ণিত হয়েছে।
1575 - مَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ قَالَ: ثنا أَيْمَنُ بْنُ نَابِلٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُسْلِمٍ أَبُو الزُّبَيْرِ , عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ كَمَا يُعَلِّمُنَا السُّورَةَ مِنَ الْقُرْآنِ , بِسْمِ اللهِ وَبِاللهِ» ثُمَّ ذَكَرَ مِثْلَ تَشَهُّدِ ابْنِ مَسْعُودٍ سَوَاءً , إِلَّا أَنَّهُ قَالَ: «عَبْدُ اللهِ وَرَسُولُهُ , وَأَسْأَلُ اللهَ الْجَنَّةَ , وَأَعُوذُ بِاللهِ مِنَ النَّارِ» وَخَالَفَهُ فِي ذَلِكَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান