শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৬৭
আন্তর্জাতিক নং: ১৫৬৮
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৬৭-১৫৬৮। রবিউল মু'আযযিন (রাহঃ)...... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে যেভাবে কুরআন শিখিয়েছেন অনুরূপভাবে তাশাহহুদ শিখিয়েছেন। তিনি বলতেন
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ
আবু বাকরা (রাহঃ)..... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আতা (রাহঃ) কে তাশাহ্হুদ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল এবং আমি শুনছিলাম। তিনি বলেছেন - التحيات المباركات الصلوات
তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। আর তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-কে
মিম্বরের উপর উক্ত শব্দগুলো বলতে শুনেছি, এবং তিনি লােকদেরকে তা শিখিয়েছেন। আতা (রাহঃ)
বলেন, আমি অবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-কে ইবনে যুবায়র (রাযিঃ)-এর অনুরূপ বলতে শুনেছি।
(বর্ণনাকারী বলেন) আমি বললাম, ইবনে যুবায়র (রাযিঃ) এবং ইব্ন আব্বাস (রাযিঃ)-এর মতে (এ
ব্যাপারে) কোন মত পার্থক্য ছিল না? তিনি বললেন, না।
আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) ও তাশাহহুদ বিষয়ে উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ।
রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে যেভাবে কুরআন শিখিয়েছেন অনুরূপভাবে তাশাহহুদ শিখিয়েছেন। তিনি বলতেন
التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ
আবু বাকরা (রাহঃ)..... ইবনে জুরায়জ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আতা (রাহঃ) কে তাশাহ্হুদ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল এবং আমি শুনছিলাম। তিনি বলেছেন - التحيات المباركات الصلوات
তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। আর তিনি বলেছেন, আমি আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-কে
মিম্বরের উপর উক্ত শব্দগুলো বলতে শুনেছি, এবং তিনি লােকদেরকে তা শিখিয়েছেন। আতা (রাহঃ)
বলেন, আমি অবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ)-কে ইবনে যুবায়র (রাযিঃ)-এর অনুরূপ বলতে শুনেছি।
(বর্ণনাকারী বলেন) আমি বললাম, ইবনে যুবায়র (রাযিঃ) এবং ইব্ন আব্বাস (রাযিঃ)-এর মতে (এ
ব্যাপারে) কোন মত পার্থক্য ছিল না? তিনি বললেন, না।
আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) ও তাশাহহুদ বিষয়ে উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন ।
1567 - مَا حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا شُعَيْبُ بْنُ اللَّيْثِ , وَأَسَدُ بْنُ مُوسَى , قَالَا: ثنا اللَّيْثُ , عَنْ أَبِي الزُّبَيْرِ , عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ , وَطَاوُسٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا التَّشَهُّدَ , كَمَا يُعَلِّمُنَا الْقُرْآنَ , فَكَانَ يَقُولُ: «التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الصَّلَوَاتُ الطَّيِّبَاتُ لِلَّهِ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ , أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ»
1568 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: أنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ قَالَ: سُئِلَ عَطَاءٌ , وَأَنَا أَسْمَعُ , عَنِ التَّشَهُّدِ فَقَالَ: التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ، ثُمَّ قَالَ: لَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُهُنَّ عَلَى الْمِنْبَرِ , يُعَلِّمُهُنَّ النَّاسَ , وَلَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ مِثْلَ مَا سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ يَقُولُ قُلْتُ فَلَمْ يَخْتَلِفِ ابْنُ الزُّبَيْرِ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ فَقَالَ: لَا. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
1568 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: أنا أَبُو عَاصِمٍ , قَالَ: أنا ابْنُ جُرَيْجٍ قَالَ: سُئِلَ عَطَاءٌ , وَأَنَا أَسْمَعُ , عَنِ التَّشَهُّدِ فَقَالَ: التَّحِيَّاتُ الْمُبَارَكَاتُ , الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ، ثُمَّ قَالَ: لَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ يَقُولُهُنَّ عَلَى الْمِنْبَرِ , يُعَلِّمُهُنَّ النَّاسَ , وَلَقَدْ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا يَقُولُ مِثْلَ مَا سَمِعْتُ ابْنَ الزُّبَيْرِ يَقُولُ قُلْتُ فَلَمْ يَخْتَلِفِ ابْنُ الزُّبَيْرِ وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ فَقَالَ: لَا. وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
