শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৫৬
আন্তর্জাতিক নং: ১৫৬৬
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৫৬-১৫৬৬। আবু বাকরা (রাহঃ)......ইবনে মাসউদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম, আর বলতাম
السَّلَامُ عَلَىاللهِ السَّلَامُ عَلَى جَبْرَائِيلُ السَّلَامُ عَلَى مِيكَائِيلَ

অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) আমাদের দিকে তাকালেন এবং বললেন, তােমরা السلام علي الله বলবে না, আল্লাহ’ই হচ্ছেন সালাম। বরং তােমরা বলঃ
التَّحِيَّاتُ لِلَّهِ , وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

হুসায়ন ইবনে নসর (রাহঃ)... আব্দুর রহমান (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

নসর ইবনে মারযূক (রাহঃ)..... আব্দুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

আবু বাকরা (রাহঃ) এবং হুসায়ন ইবনে নসর (রাহঃ)..... শাকিক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,
তিনিও অনুরূপ উল্লেখ করেছেন। আর হুসায়ন (রাহঃ) তাঁর বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, তাঁরা
বলেছেনঃ তারা এভাবে তাশাহহুদ শিখতেন, যেমন তােমাদের কেউ কুরআন থেকে সূরা শিখে থাকে।


ইব্‌ন মারযূক (রাহঃ) ..... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসুলুল্লাহ (ﷺ) -এর মুখ থেকে তাশাহহুদ শিক্ষা গ্রহণ করেছি এবং তিনি আমাকে তা এক এক শব্দ
শিক্ষা দিয়েছেন। তারপর তিনি আবু ওয়াইল (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের তাশাহহুদ উল্লেখ করেছেন।
এবং তিনি অতিরিক্ত এও বলেছেনঃ তারা তাশাহহুদকে নিঃশব্দে পাঠ করতেন, উচ্চস্বরে তা পাঠ করতেন না।

হুসায়ন ইবন নসর (রাহঃ).... শাকিক ইবনে সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আবু
ওয়াইল (রাহঃ) থেকে হাম্মাদ, মনসুর, সুলায়মান ও মুহিল (রাহঃ)-এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।
কিন্তু তিনি وبركاته শব্দটি বলেননি।

আবু বাকরা (রাহঃ), ইবনে মারযূক (রাহঃ) ও আলী ইবন শায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ প্রতি দু'রাকআতের মাঝে কী বলব আমরা জানতাম না, শুধু আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তা'আলার তাসবীহ, তাকবীর ও হামদ্ করতাম। আর নিশ্চয় মুহাম্মাদ (ﷺ) (আমাদিগকে) তাশাহহুদের প্রথম ও শেষ শব্দমালা কিংবা, রাবী বলেছেন, ব্যাপক
শব্দমালা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তােমাদের কেউ যখন দু'রাক'আতের পর বসবে তখন যেন
বলে, তারপর তিনি পূর্বের হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন।

হুসায়ন ইবনে নসর (রাহঃ)..... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে সালাতের খুতবা (তাশাহহুদ) শিখিয়েছেন। তারপর তিনি অনুরূপ
উল্লেখ করেছেন। তাশাহহুদের বিষয়ে আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাযিঃ) ও উমর (রাযিঃ)-এর বিরােধিতা করেছেন। এ বিষয়ে তাঁর সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে হাদীস বর্ণিত হয়েছে।
1556 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , وَوَهْبٌ , وَأَبُو عَامِرٍ , قَالُوا: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ حَمَّادِ بْنِ أَبِي سُلَيْمَانَ , عَنْ أَبِي وَائِلٍ , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْنَا السَّلَامُ عَلَىاللهِ السَّلَامُ عَلَى جَبْرَائِيلُ السَّلَامُ عَلَى مِيكَائِيلَ فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: " لَا تَقُولُوا السَّلَامُ عَلَى اللهِ فَإِنَّ اللهَ هُوَ السَّلَامُ , وَلَكِنْ قُولُوا: التَّحِيَّاتُ لِلَّهِ , وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ , السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ , السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ "

1557 - وَمَا حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ حَمَّادٍ , فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ

1558 - وَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ سُلَيْمَانَ , عَنْ شَقِيقٍ , عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ

1559 - وَحَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ قَالَ: ثنا وُهَيْبٌ عَنْ مَنْصُورِ بْنِ الْمُعْتَمِرِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ مِثْلَهُ

1560 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو أَحْمَدَ، قَالَ: ثنا مُحِلُّ بْنُ مُحْرِزٍ الضَّبِّيُّ، ح

1561 - وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَبُو نُعَيْمٍ، قَالَ: ثنا مُحِلُّ بْنُ مُحْرِزٍ، قَالَ: ثنا شَقِيقٌ، فَذَكَرَ مِثْلَهُ بِإِسْنَادِهِ وَزَادَ حُسَيْنٌ فِي حَدِيثِهِ قَالُوا: وَكَانُوا يَتَعَلَّمُونَهَا كَمَا يَتَعَلَّمُ أَحَدُكُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ

1562 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَبِيبٍ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّهُ قَالَ: «أَخَذْتُ التَّشَهُّدَ مِنْ فِي رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَّنَنِيهَا كَلِمَةً كَلِمَةً» ثُمَّ ذَكَرَ التَّشَهُّدَ الَّذِي فِي حَدِيثِ أَبِي وَائِلٍ وَزَادَ قَالَ: «فَكَانُوا يُخْفُونَ التَّشَهُّدَ وَلَا يُظْهِرُونَهُ»

1563 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ قَالَ: ثنا أَحْمَدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ يُونُسَ قَالَ: ثنا زُهَيْرٌ قَالَ: ثنا مُغِيرَةُ الضَّبِّيُّ قَالَ: ثنا شَقِيقُ بْنُ سَلَمَةَ , ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ حَمَّادٍ وَمَنْصُورٍ وَسُلَيْمَانَ وَمُحِلٍّ عَنْ أَبِي وَائِلٍ غَيْرَ أَنَّهُ لَمْ يَقُلْ وَبَرَكَاتُهُ

1564 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ ح وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ ح

1565 - وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى، قَالَ: أنا إِسْرَائِيلُ، كِلَاهُمَا عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: " كُنَّا لَا نَدْرِي مَا نَقُولُ بَيْنَ كُلِّ رَكْعَتَيْنِ غَيْرَ أَنْ نُسَبِّحَ وَنُكَبِّرَ وَنَحْمَدَ رَبَّنَا عَزَّ وَجَلَّ، وَإِنَّ مُحَمَّدًا عُلِّمَ فَوَاتِحَ الْكَلِمِ وَخَوَاتِمَهُ أَوْ قَالَ: وَجَوَامِعَهُ فَقَالَ: إِذَا قَعَدَ أَحَدُكُمْ فِي الرَّكْعَتَيْنِ فَلْيَقُلْ " ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

1566 - حَدَّثَنَا حُسَيْنُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا شَبَابَةُ بْنُ سَوَّارٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَا: ثنا الْمَسْعُودِيُّ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ: «عَلَّمَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُطْبَةَ الصَّلَاةِ» فَذَكَرَ مِثْلَهُ وَخَالَفَهُ فِي ذَلِكَ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَرُوِيَ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৫৬ | মুসলিম বাংলা