শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৬৯
সালাতের তাশাহ্হুদ কিরূপ
১৫৬৯। ইবনে মারযূক (রাহঃ) ..... আব্দুল্লাহ্ ইবনে বাবী আল-মক্কী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি
বলেছেনঃ আমি আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর পার্শ্বে সালাত আদায় করেছি। তিনি সালাত শেষ
করে তার হাত দিয়ে আমার উরুতে মারলেন এবং বললেন, আমি কি তােমাকে সালাতের সেই তাহিয়াহ (তাশাহ্হুদ) শিখাব না? যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে শিখিয়েছেন। রাবী বলেন, এরপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ) কর্তৃক রাসূলুল্লাহ্ থেকে বর্ণিত হাদীসের অনুরূপ শব্দগুলাে পড়লেন।
বলেছেনঃ আমি আব্দুল্লাহ্ ইবনে উমর (রাযিঃ)-এর পার্শ্বে সালাত আদায় করেছি। তিনি সালাত শেষ
করে তার হাত দিয়ে আমার উরুতে মারলেন এবং বললেন, আমি কি তােমাকে সালাতের সেই তাহিয়াহ (তাশাহ্হুদ) শিখাব না? যা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদেরকে শিখিয়েছেন। রাবী বলেন, এরপর তিনি ইবনে মাসউদ (রাযিঃ) কর্তৃক রাসূলুল্লাহ্ থেকে বর্ণিত হাদীসের অনুরূপ শব্দগুলাে পড়লেন।
1569 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، قَالَ: ثنا أَبَانُ بْنُ يَزِيدَ، قَالَ: ثنا قَتَادَةُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ بَابِي الْمَكِّيُّ، قَالَ: " صَلَّيْتُ إِلَى جَنْبِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا فَلَمَّا قَضَى صَلَاتَهُ ضَرَبَ يَدَهُ عَلَى فَخِذِي , فَقَالَ: أَلَا أُعَلِّمُكَ تَحِيَّةَ الصَّلَاةِ كَمَا كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا , قَالَ: فَتَلَا هَؤُلَاءِ الْكَلِمَاتِ " مِثْلَ مَا فِي حَدِيثِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
