শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৪৫
আন্তর্জাতিক নং: ১৫৪৭
সালাতে বসার বিবরণ, কিভাবে বসবে?
১৫৪৫-১৫৪৭। নসর ইবনে আমার আল-বাগদাদী (রাহঃ) . ....আইয়াশ (রাহঃ) অথবা আব্বাস ইবনে সাহল সাঈদী
(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি এক মজলিসে ছিলেন, যেখানে তাঁর পিতাও ছিলেন এবং তিনি
রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন। আর মজলিসে আবু হুরায়রা (রাযিঃ), আবু উসায়দ (রাযিঃ) ও আবু হুমায়দ সাঈদ আনসারী (রাযিঃ)ও ছিলেন। তারা সালাতের বিষয়ে আলােচনা করছিলেন। তখন আবু হুমায়দ (রাযিঃ) বললেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সালাত সম্পর্কে সবচেয়ে ভাল জ্ঞাত আছি। তাঁরা বললেন, তা কিভাবে ? তিনি বললেন আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর অনুসরণ করে তা (শিখেছি)। তাঁরা বললেন, দেখাও তাে, বর্ণনাকারী বলেন, তারপর তিনি সালাত আদায় করতে দাঁড়ালেন আর অন্যান্যরা তা দেখছিলেন। তিনি কাঁধ বরাবর উভয় হাত উত্তোলন করে তাকবীরের মাধ্যমে সূচনা করলেন। এরপর রুকূর জন্য তাকবীর বললেন এবং উভয় হাতও উত্তোলন করলেন। এরপর উভয় হাত সুদৃঢ়ভাবে হাঁটুতে রাখলেন, পিঠ থেকে মাথা উপরেও রাখলেন না এবং নিচুও করলেন না। তারপর (রুকূ থেকে) মাথা উঠালেন। আর “সামিআল্লাহু লিমান হামিদাহ্ আল্লাহুম্মা রাব্বানা ওয়ালাকাল হামদ্” বলে উভয় হাত উত্তোলন করলেন। এরপর
আল্লাহু আকবার বলে সিজদা করলেন এবং উভয় হাত, হাঁটু ও পায়ের অগ্রভাগ (আঙ্গুলি)-এর উপর সিজদারত থাকলেন তারপর তাকবীর বলে এক পা বিছিয়ে দিয়ে অপর পা খাড়া করে বসলেন। এরপর তাকবীর বলে (দ্বিতীয়) সিজদা করলেন। এরপর তাকবীর বলে দাঁড়ালেন এবং আসন গেড়ে বসলেন না। তারপর দ্বিতীয় রাকআত আদায় করলেন এবং অনুরূপভাবে তাকবীর বললেন। দু'রাকআত আদায় করার পর বসলেন। অবশেষে যখন তিনি দাড়াবার ইচ্ছা পােষণ করলেন, তাকবীর বলে দাড়ালেন। তারপর
দুরাক'আত আদায় করলেন। এরপর ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ' বলে
সালাম ফিরালেন এবং বাম দিকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ' বলে সালাম ফিরালেন।

নসর ইবনে আম্মার (রাহঃ).... হাসান ইবনু হুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ
আমাকে ঈসা ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) এই হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। আর ঈসা ইবনে
আব্দুর রহমান (রাহঃ) বর্ণিত হাদীসেও তাশাহহুদে বসা সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে, বাম হাত বাম
উরুতে এবং ডান হাত ডান উরুতে রাখবে। তারপর এক অঙ্গুলি দ্বারা দু'আতে ইশারা করবে।

ইবরাহীম ইবনে মারযূক (রাহঃ)....আব্বাস ইবন সাহল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি।
বলেছেনঃ আবু হুমায়দ (রাযিঃ), আবু উসায়দ (রাযিঃ) ও সাহল ইবন সা'দ (রাযিঃ) একত্রিত হয়ে রাসূলুল্লাহ
(ﷺ) -এর সালাত সম্পর্কে আলােচনা করছিলেন। তারা (এক পর্যায়ে) বৈঠক নিয়ে আলােচনা করেন, আব্দুল হামিদ তাঁর বর্ণিত হাদীসে প্রথম বৈঠক সম্পর্কে যা বর্ণনা করেছেন তার অনুরূপ তিনি আর অন্য কিছু বর্ণনা করেননি।
1545 - حَدَّثَنَا نَصْرُ بْنُ عَمَّارٍ الْبَغْدَادِيُّ قَالَ: ثنا عَلِيُّ بْنُ إِشْكَابَ , قَالَ: حَدَّثَنِي أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ , قَالَ: ثنا أَبُو خَيْثَمَةَ , قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الْحُرِّ , قَالَ: حَدَّثَنِي عِيسَى بْنُ عَبْدِ اللهِ بْنِ مَالِكٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ أَحَدِ بَنِي مَالِكٍ عَنْ عَيَّاشٍ أَوْ عَبَّاسِ بْنِ سَهْلٍ السَّاعِدِيِّ وَكَانَ فِي مَجْلِسٍ فِيهِ أَبُوهُ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي الْمَجْلِسِ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَأَبُو أُسَيْدٍ وَأَبُو حُمَيْدٍ السَّاعِدِيُّ مِنَ الْأَنْصَارِ " أَنَّهُمْ تَذَاكَرُوا الصَّلَاةَ فَقَالَ أَبُو حُمَيْدٍ: أَنَا أَعْلَمُكُمْ بِصَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالُوا: وَكَيْفَ؟ فَقَالَ: اتَّبَعْتُ ذَلِكَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: فَأَرِنَا , قَالَ: فَقَامَ يُصَلِّي وَهُمْ يَنْظُرُونَ فَبَدَأَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ نَحْوَ الْمَنْكِبَيْنِ , ثُمَّ كَبَّرَ لِلرُّكُوعِ , وَرَفَعَ يَدَيْهِ أَيْضًا , ثُمَّ أَمْكَنَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ , غَيْرَ مُقْنِعٍ رَأْسَهُ وَلَا مُصَوِّبَهُ , ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , اللهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» ثُمَّ رَفَعَ يَدَيْهِ , ثُمَّ قَالَ: «اللهُ أَكْبَرُ» فَسَجَدَ فَانْتَصَبَ عَلَى كَفَّيْهِ وَرُكْبَتَيْهِ وَصُدُورِ قَدَمَيْهِ وَهُوَ سَاجِدٌ , ثُمَّ كَبَّرَ فَجَلَسَ فَتَوَرَّكَ إِحْدَى رِجْلَيْهِ وَنَصَبَ قَدَمَهُ الْأُخْرَى , ثُمَّ كَبَّرَ فَسَجَدَ ثُمَّ كَبَّرَ فَقَامَ , فَلَمْ يَتَوَرَّكْ , ثُمَّ عَادَ فَرَكَعَ الرَّكْعَةَ الْأُخْرَى وَكَبَّرَ كَذَلِكَ , ثُمَّ جَلَسَ بَعْدَ الرَّكْعَتَيْنِ , حَتَّى إِذَا هُوَ أَرَادَ أَنْ يَنْهَضَ لِلْقِيَامِ قَامَ بِتَكْبِيرٍ , ثُمَّ رَكَعَ الرَّكْعَتَيْنِ , ثُمَّ سَلَّمَ عَنْ يَمِينِهِ , «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ» , وَسَلَّمَ عَنْ شِمَالِهِ أَيْضًا «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ»

1546 - حَدَّثَنَا نَصْرُ بْنُ عَمَّارٍ، قَالَ: ثنا عَلِيٌّ، قَالَ: ثنا أَبُو بَدْرٍ، قَالَ: ثنا أَبُو خَيْثَمَةَ، قَالَ: ثنا الْحَسَنُ بْنُ الْحُرِّ، قَالَ: حَدَّثَنِي عِيسَى، هَذَا الْحَدِيثَ هَكَذَا , أَوْ نَحْوَهُ وَحَدِيثُ عِيسَى أَنَّ مِمَّا حَدَّثَهُ أَيْضًا فِي الْجُلُوسِ فِي التَّشَهُّدِ أَنْ يَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى , وَيَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى , ثُمَّ يُشِيرَ فِي الدُّعَاءِ بِأُصْبُعٍ وَاحِدَةٍ

1547 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبَّاسِ بْنِ سَهْلٍ، قَالَ: اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ , وَسَهْلُ بْنُ سَعْدٍ , فَذَكَرُوا صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرُوا الْقُعُودَ عَلَى مَا ذَكَرَهُ عَبْدُ الْحَمِيدِ فِي حَدِيثِهِ فِي الْمَرَّةِ الْأُولَى وَلَمْ يَذْكُرْ غَيْرَ ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৫৪৫ | মুসলিম বাংলা