শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫১০
আন্তর্জাতিক নং: ১৫১১
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৫১০-১৫১১। ইউনুস (রাহঃ)...... মালিক (রাহঃ) , ইবনে মারযূক (রাহঃ) ........ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি কোন সালাতে কুনূত পাঠ করতেন না।
1510 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ. ح

1511 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّهُ كَانَ لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান