শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৯
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৫০৯। ফাহাদ (রাহঃ)....... আলকামা ইবনে কায়স (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি সিরিয়াতে আবুদ্দারদা (রাযিঃ)-এর সাথে সাক্ষাত করে কুনূত সম্পর্কে জিজ্ঞাসা করি, তিনি এই ব্যাপারে তাঁর অজ্ঞতা প্রকাশ করেন।
1509 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا الْحِمَّانِيُّ، قَالَ: ثنا ابْنُ مُبَارَكٍ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنِ الْحَارِثِ الْعُكْلِيِّ، عَنْ عَلْقَمَةَ بْنِ قَيْسٍ، قَالَ: «لَقِيتُ أَبَا الدَّرْدَاءِ بِالشَّامِ فَسَأَلْتُهُ عَنِ الْقُنُوتِ، فَلَمْ يَعْرِفْهُ»
