শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৫
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৫০৫। আবু বাকরা (রাহঃ).... আলকামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন: আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) ফজরের সালাতে দুয়ায়ে কুনূত পাঠ করতেন না।
1505 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا مُؤَمَّلٌ قَالَ: ثنا سُفْيَانُ عَنْ أَبِي إِسْحَاقَ عَنْ عَلْقَمَةَ قَالَ: «كَانَ عَبْدُ اللهِ لَا يَقْنُتُ فِي صَلَاةِ الصُّبْحِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান