শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫০৬
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৫০৬। আবু বাকরা (রাহঃ).... আসওয়াদ (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি বলেনঃ ইবনে মাসউদ (রাযিঃ) বিতর ব্যতীত কোনো সালাতে দুয়ায়ে কুনূত পাঠ করতেন না। তিনি তাতে রুকুর পূর্বে কুনূত পাঠ করতেন।
1506 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا الْوِتْرَ فَإِنَّهُ كَانَ يَقْنُتُ قَبْلَ الرَّكْعَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান