শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫০৬
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৫০৬। আবু বাকরা (রাহঃ).... আসওয়াদ (রাযিঃ) বর্ণনা করেন যে, তিনি বলেনঃ ইবনে মাসউদ (রাযিঃ) বিতর ব্যতীত কোনো সালাতে দুয়ায়ে কুনূত পাঠ করতেন না। তিনি তাতে রুকুর পূর্বে কুনূত পাঠ করতেন।
كتاب الصلاة
1506 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا الْمَسْعُودِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْأَسْوَدِ، عَنْ أَبِيهِ، قَالَ: «كَانَ ابْنُ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ لَا يَقْنُتُ فِي شَيْءٍ مِنَ الصَّلَوَاتِ إِلَّا الْوِتْرَ فَإِنَّهُ كَانَ يَقْنُتُ قَبْلَ الرَّكْعَةِ»