শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৮
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯৮। আবু বাকরা (রাহঃ).... আব্দুর রহমান ইব্‌ন মা'কাল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি আলী (রাযিঃ)-এর পিছনে মাগরিবের সালাত আদায় করেছি, তিনি কুনূত পাঠ এবং দুআ করেছেন ।

বস্তুত সকল আলিম এ ব্যাপারে একমত যে, যুদ্ধরত না থাকা অবস্থায় মাগরিবের সালাতে কুনূত পাঠ করা হয় না। আর আলী (রাযিঃ) যুদ্ধরত থাকার কারণে তাতে কুনূত পাঠ করেছেন। অতএব আমাদের মতে ফজরের সালাতেও তাঁর কুনূত পাঠ ছিল অনুরূপ। কুনূত পাঠ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণনা করা হয়েছে :
1498 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، قَالَ: أَخْبَرَنِي حُصَيْنُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ مَعْقِلٍ، يَقُولُ: «صَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ الْمَغْرِبَ فَقَنَتَ وَدَعَا» فَكُلٌّ قَدْ أَجْمَعَ أَنَّ الْمَغْرِبَ لَا يُقْنَتُ فِيهَا إِذَا لَمْ يَكُنْ حَرْبٌ , وَأَنَّ عَلِيًّا رَضِيَ اللهُ عَنْهُ إِنَّمَا كَانَ قَنَتَ فِيهَا مِنْ أَجْلِ الْحَرْبِ , فَقُنُوتُهُ فِي الْفَجْرِ أَيْضًا عِنْدَنَا كَذَلِكَ. وَأَمَّا ابْنُ عَبَّاسٍ , فَرُوِيَ عَنْهُ فِي ذَلِكَ مَا قَدْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৯৮ | মুসলিম বাংলা