শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯৭
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯৭। ফাহাদ (রাহঃ) ..... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আলী (রাযিঃ) ফজরের সালাতে এ স্থানে কুনূত পাঠ করেছেন। যেহেতু তিনি যুদ্ধরত ছিলেন। তিনি ফজর ও মাগরিবের সালাতে কুনূতের মাধ্যমে শত্রুদের বিরুদ্ধে বদ্ দুআ করতেন।
আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হয়েছে যে, কুনূত পাঠ সম্পর্কে আলী (রাযিঃ)-এর অভিমত অনুরূপ, যা আমরা পূর্বে বর্ণনা করে এসেছি। আলী (রাযিঃ) ফজরের সালাতেই কুনূত পাঠ সীমাবদ্ধ রাখতেন না। যেহেতু ইবরাহীম (রাহঃ)-এর বর্ণনা মতে তিনি কখনো কখনো মাগরিবের সালাতেও কুনূত পাঠ করতেন :
আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হয়েছে যে, কুনূত পাঠ সম্পর্কে আলী (রাযিঃ)-এর অভিমত অনুরূপ, যা আমরা পূর্বে বর্ণনা করে এসেছি। আলী (রাযিঃ) ফজরের সালাতেই কুনূত পাঠ সীমাবদ্ধ রাখতেন না। যেহেতু ইবরাহীম (রাহঃ)-এর বর্ণনা মতে তিনি কখনো কখনো মাগরিবের সালাতেও কুনূত পাঠ করতেন :
1497 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا مُحْرِزُ بْنُ هِشَامٍ، قَالَ: ثنا جَرِيرٌ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ «إِنَّمَا كَانَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ يَقْنُتُ فِيهَا هَاهُنَا لِأَنَّهُ كَانَ مُحَارِبًا , فَكَانَ يَدْعُو عَلَى أَعْدَائِهِ فِي الْقُنُوتِ فِي الْفَجْرِ وَالْمَغْرِبِ» فَثَبَتَ بِمَا ذَكَرْنَا أَنَّ مَذْهَبَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فِي الْقُنُوتِ , هُوَ مَذْهَبُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ الَّذِي وَصَفْنَا. وَلَمْ يَكُنْ عَلِيٌّ يَقْصِدُ بِذَلِكَ إِلَى الْفَجْرِ خَاصَّةً لِأَنَّهُ قَدْ كَانَ يَفْعَلُ ذَلِكَ فِي الْمَغْرِبِ فِيمَا ذَكَرَ إِبْرَاهِيمُ
