শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৬
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯৬। রাওহ ইবনুল ফারাজ (রাহঃ).... ইবরাহীম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলছেন : ফজরের সালাতে আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) কুনূত পাঠ করতেন না। ফজরে সর্ব প্রথম কুনূত পাঠ করেছেন আলী (রাযিঃ) এবং লোকজনের ধারণা যে, তিনি যুদ্ধরত হওয়ার কারণে তা করেছেন ।
1496 - فَإِذَا رَوْحُ بْنُ الْفَرَجِ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا يُوسُفُ بْنُ عَدِيٍّ قَالَ: ثنا أَبُو الْأَحْوَصِ , عَنْ مُغِيرَةَ , عَنْ إِبْرَاهِيمَ قَالَ: «كَانَ عَبْدُ اللهِ لَا يَقْنُتُ فِي الْفَجْرِ , وَأَوَّلُ مَنْ قَنَتَ فِيهَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ , وَكَانُوا يُرَوْنَ أَنَّهُ إِنَّمَا فَعَلَ ذَلِكَ لِأَنَّهُ كَانَ مُحَارِبًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৯৬ | মুসলিম বাংলা