শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৫
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯৫। আবু বাকরা (রাহঃ).... ইব্‌ন মা’কাল (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : আমি আলী (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি, তিনি কুনূত পাঠ করেছেন।

আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন : এটা সম্ভব যে, আলী (রাযিঃ) ফজরের সালাতে কুনূত পাঠকে সর্বদা বৈধ মনে করতেন। আবার এ সম্ভাবনাও রয়েছে যে, তিনি বিশেষ সময়ে সেই কারণে কুনূত পাঠ করতেন, যে কারণে উমর (রাযিঃ) তা পাঠ করতেন। তারপর আমরা অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখলাম_
1495 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا شُعْبَةُ عَنْ عُبَيْدِ بْنِ حُسَيْنٍ قَالَ: سَمِعْتُ ابْنَ مَعْقِلٍ يَقُولُ: «صَلَّيْتُ خَلْفَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ الصُّبْحَ فَقَنَتَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرَى الْقُنُوتَ فِي صَلَاةِ الْفَجْرِ فِي سَائِرِ الدَّهْرِ , وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ فَعَلَ ذَلِكَ فِي وَقْتٍ خَاصٍّ لِلْمَعْنَى الَّذِي كَانَ فَعَلَهُ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ أَجْلِهِ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৯৫ | মুসলিম বাংলা