শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৯৯
আন্তর্জাতিক নং: ১৫০০
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯৯-১৫০০। আলী ইব্‌ন শায়বা (রাহঃ).... আবু রাজা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর সাথে ফজরের সালাত আদায় করেছি, তিনি রুকু'র পূর্বে কুনূত পাঠ করেছেন।

আবু বাকরা (রাহঃ).... আউফ (রাহঃ)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন এবং এই রিওয়ায়াতে তিনি অতিরিক্ত এটাও বলেন : ইব্‌ন আব্বাস (রাযিঃ) বলেছেন, এটাই হলো 'সালাতে উসতা'।
বস্তুত এখানেও কুনূত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রাযিঃ)-এর ব্যাপারে তা প্রযোজ্য যা আলী (রাযিঃ)-এর ব্যাপারে প্রযোজ্য।

আমরা অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখি তাঁর থেকে এর পরিপন্থী কোন বর্ণনা আছে কিনা। দেখা যায়:
1499 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ قَالَ: ثنا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَوْفٍ , عَنْ أَبِي رَجَاءٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّيْتُ مَعَهُ الْفَجْرَ فَقَنَتَ قَبْلَ الرَّكْعَةِ»

1500 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا عَوْفٌ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ وَزَادَ وَقَالَ: «هَذِهِ الصَّلَاةُ الْوُسْطَى» فَقَدْ يَجُوزُ أَيْضًا فِي أَمْرِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ فِي ذَلِكَ مَا جَازَ فِي أَمْرِ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ , فَنَظَرْنَا هَلْ رُوِيَ عَنْهُ خِلَافٌ لِهَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৯৯ | মুসলিম বাংলা