শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৯০
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৯০। ইয়াযীদ ইব্ন সিনান (রাহঃ).... যায়দ ইব্ন ওয়াহব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : বস্তুত অনেক সময় উমর (রাযিঃ) কুনূত পাঠ করেছেন।
সুতরাং যায়দ (রাহঃ) তাই বর্ণনা করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি যে, তিনি অনেক সময় কুনূত পাঠ করেছেন। আবার অনেক সময় (উমর রা) কুনূত পাঠ করেননি। কি কারণে তিনি কুনূত পাঠ করেছেন, তার স্বরূপ উদঘাটনের জন্য আমরা অনুসন্ধানী দৃষ্টি প্রসারিত করার ইচ্ছা পোষণ করেছি আমরা দেখলাম :
সুতরাং যায়দ (রাহঃ) তাই বর্ণনা করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি যে, তিনি অনেক সময় কুনূত পাঠ করেছেন। আবার অনেক সময় (উমর রা) কুনূত পাঠ করেননি। কি কারণে তিনি কুনূত পাঠ করেছেন, তার স্বরূপ উদঘাটনের জন্য আমরা অনুসন্ধানী দৃষ্টি প্রসারিত করার ইচ্ছা পোষণ করেছি আমরা দেখলাম :
1490 - حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَيْسَرَةَ , عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ , قَالَ: «رُبَّمَا قَنَتَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ» فَأَخْبَرَ زَيْدٌ بِمَا ذَكَرْنَا أَنَّهُ كَانَ رُبَّمَا قَنَتَ , وَرُبَّمَا لَمْ يَقْنُتْ. فَأَرَدْنَا أَنْ نَنْظُرَ فِي الْمَعْنَى الَّذِي لَهُ كَانَ يَقْنُتُ مَا هُوَ؟
