শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৮
আন্তর্জাতিক নং: ১৪৮৯
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৮৮-১৪৮৯। ফাহাদ (রাহঃ)... আসওয়াদ (রাহঃ) ও আমর ইবন মায়মূন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তারা উভয়ে বলেছেন : আমরা উমর (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তিনি ফজরের সালাতে কুনূত পাঠ করেননি।

আবু বাকরা (রাহঃ).... মনসুর (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবরাহীম (রাহঃ)-কে আমর ইব্‌ন মায়মূন (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছি।

আবু জাফর তাহাবী (রাহঃ) বলেন : এগুলো প্রথমে বর্ণিত হাদীসসমূহের পরিপন্থী । অতএব সম্ভাবনা থাকছে যে, তিনি (রাযিঃ) উভয় বিষয়ে (কুনূত পাঠ করা না করা) সময়ভেদে আমল করেছেন। এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে দেখছি, দেখা যায় :
1488 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَا: «صَلَّيْنَا خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَقْنُتْ فِي الْفَجْرِ»

1489 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، قَالَ: سَمِعْتُ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، نَحْوَهُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَهَذَا خِلَافُ مَا رُوِيَ عَنْهُ، فِي الْآثَارِ الْأُوَلِ. فَاحْتَمَلَ أَنْ يَكُونَ قَدْ كَانَ فَعَلَ كُلَّ وَاحِدٍ مِنَ الْأَمْرَيْنِ فِي وَقْتٍ. فَنَظَرْنَا فِي ذَلِكَ
فَإِذَا يَزِيدُ بْنُ سِنَانٍ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: ثنا مِسْعَرُ بْنُ كِدَامٍ , قَالَ:
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৮৮ | মুসলিম বাংলা