শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৮৭
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৮৭। ইব্ন আবু দাউদ (রাহঃ)..... আবু শিহাব (রাহঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, তাঁরা বলেছেন : আমরা উমর (রাযিঃ)-এর পিছনে সালাত আদায় করেছি, তাঁর রুকূ এবং সিজ্দার বিষয় আমাদের স্মৃতিতে সংরক্ষণ করেছি, কিন্তু মুহূর্তকালের কিয়াম অর্থাৎ কুনূতের কথা আমাদের স্মৃতিতে নেই।
1487 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ، قَالَ: ثنا أَبُو شِهَابٍ، بِإِسْنَادِهِ هَذَا أَنَّهُمْ قَالُوا: «كُنَّا نُصَلِّي خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ نَحْفَظُ رُكُوعَهُ وَسُجُودَهُ , وَلَا نَحْفَظُ قِيَامَ سَاعَةٍ» يَعْنُونَ: الْقُنُوتَ
