শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৮৬
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৮৬। ইব্‌ন আবু দাউদ (রাহঃ) ...... আলকামা (রাহঃ), আসওয়াদ (রাহঃ) ও মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা বলেছেন: আমরা উমর (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি; তিনি কুনূত পাঠ করেননি।
1486 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ صَالِحٍ، قَالَ: ثنا أَبُو شِهَابٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، وَمَسْرُوقٍ، أَنَّهُمْ قَالُوا: «كُنَّا نُصَلِّي خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ الْفَجْرَ فَلَمْ يَقْنُتْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৮৬ | মুসলিম বাংলা