শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৮৫
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৮৫। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ).... আস্ওয়াদ (রাহঃ) ও আমর ইবন মায়মূন (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে বলেছেন, আমরা উমর (রাযিঃ)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি, তিনি কুনূত পাঠ করেননি।
1485 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: ثنا زَائِدَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الْأَسْوَدِ، وَعَمْرِو بْنِ مَيْمُونٍ قَالَا: «صَلَّيْنَا خَلْفَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ الْفَجْرَ فَلَمْ يَقْنُتْ»
