শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৬৮
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬৮। আবু বাকরা (রাহঃ)....আবুশ শা'ছা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ইবন উমর (রাযিঃ)-কে কুনূত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। তিনি উত্তরে বললেন, আমি কাউকে কুনূত পাঠ করতে দেখিওনি এবং পাঠকালে উপস্থিতও ছিলাম না। ওয়াহব (রাহঃ)-এর হাদীসেও এরূপ বর্ণিত হয়েছে এবং মুআম্মিল (রাহঃ)-এর হাদীসে এসেছে, আমি কাউকে কুনূত পাঠ করতে দেখিনি।
كتاب الصلاة
1468 - وَكَمَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ قَالَ: ثنا وَهْبٌ وَمُؤَمَّلٌ , قَالَا حَدَّثَنَا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ أَبِي الشَّعْثَاءِ قَالَ: سَأَلْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ الْقُنُوتِ فَقَالَ: «مَا شَهِدْتُ وَمَا رَأَيْتُ» هَكَذَا فِي حَدِيثِ وَهْبٍ وَفِي حَدِيثِ مُؤَمَّلٍ «وَلَا رَأَيْتُ أَحَدًا يَفْعَلُهُ»