শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪৬৭
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৬৭। ইবরাহীম ইবন মারযূক (রাহঃ) আবু মিজলায (রাহঃ) থেকে বর্ণনা করেন, আমি ইবন উমার (রাযিঃ)-এর পেছনে ফজরের সালাত আদায় করেছি, কিন্তু তিনি কুনুত পাঠ করেননি। আমি প্রশ্ন করলাম, বার্ধক্য জনিত কারণ আপনাকে কুনুত থেকে বিরত রেখেছে ? তিনি উত্তরে বললেন,
আমার সাথীদের (সাহাবা) কারো থেকে কুনুত পাঠ করা আমার নিকট প্রমাণিত নয়।
আমার সাথীদের (সাহাবা) কারো থেকে কুনুত পাঠ করা আমার নিকট প্রমাণিত নয়।
كتاب الصلاة
1467 - كَمَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا عَبْدُ الصَّمَدِ بْنُ عَبْدِ الْوَارِثِ قَالَ: ثنا شُعْبَةُ قَالَ: ثنا قَتَادَةُ عَنْ أَبِي مِجْلَزٍ قَالَ: " صَلَّيْتُ خَلْفَ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ الصُّبْحَ فَلَمْ يَقْنُتْ فَقُلْتُ آلْكِبْرُ يَمْنَعُكَ؟ فَقَالَ: مَا أَحْفَظُهُ عَنْ أَحَدٍ مِنْ أَصْحَابِي "