শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫০
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫০। ইব্‌ন আবু দাউদ (রাহঃ).... মুহাম্মাদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন কি-না-এ বিষয়ে আনাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করা হলে তিনি হ্যাঁ সূচক উত্তর দেন। তারপর আনাস (রাযিঃ)-কে বলা হলো, অথবা রাবী বলেন, আমি তাঁকে বল্‌লাম, রুকূ'র পূর্বে না পরে কুনূত পাঠ করেছেন? তিনি বললেন, রুকূ'র অল্প পরে।
كتاب الصلاة
1450 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُسَدَّدٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: " سُئِلَ أَنَسٌ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلَاةِ الْفَجْرِ؟ قَالَ: «نَعَمْ» فَقِيلَ لَهُ، أَوْ فَقُلْتُ لَهُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৫০ | মুসলিম বাংলা