শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৫১
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৫১। ইব্‌ন আবু দাউদ (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আজীবন রাসূলুল্লাহ্ (ﷺ) -এর সাথে সালাত আদায় করেছি, তিনি সর্বদা ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন। এবং আমি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর ইনতিকাল পর্যন্ত তার সঙ্গে সালাত আদায় করেছি। তিনি অবিরত ফজরের সালাতে কুনূত পাঠ করেছেন।
كتاب الصلاة
1451 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا أَبُو مَعْمَرٍ، قَالَ: ثنا عَبْدُ الْوَارِثِ، قَالَ: ثنا عَمْرُو بْنُ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَلَمْ يَزَلْ يَقْنُتُ فِي صَلَاةِ الْغَدَاةِ , حَتَّى فَارَقْتُهُ , وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ فَلَمْ يَزَلْ يَقْنُتُ فِي صَلَاةِ الْغَدَاةِ , حَتَّى فَارَقْتُهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৫১ | মুসলিম বাংলা