শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৬
আন্তর্জাতিক নং: ১৪৩৭
২৫-ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৩৬-১৪৩৭। ইউনুস ইবন আব্দুল আ'লা (রাহঃ).... সাঈদ ও আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁরা উভয়ে আবু হুরায়রা (রাযিঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের সালাতের কিরাআত শেষ করে তাকবীর বলে রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠিয়ে-“সামিআল্লাহু লিমান হামিদাহ্, রাব্বানা ওয়ালাকাল হাম্দ" বলতেন। তখন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় বলতেনঃ
اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ , وَسَلَمَةَ بْنَ هِشَامٍ , وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ , وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ , اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ , وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ , اللهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ , وَعُصَيَّةَ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ

হে আল্লাহ! (কাফিরদের কবল থেকে) ওলীদ ইবনুল ওলীদ, সালামাহ ইবন হিশাম, আয়্যাশ ইবন আবু রাবি'আ সহ দুর্বল মুসলমানদেরকে মুক্তি দাও। হে আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার বিনাশ ও ধ্বংসের তীব্রতা বৃদ্ধি করো। এবং তাদের উপর ইউসুফ (আ)-এর যুগের ভয়াবহ দুর্ভিক্ষের ন্যায় দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হে আল্লাহ! লাহয়া*, রি'ল, যাক্ওয়ান ও উসাইয়া গোত্রসমূহকে অভিশপ্ত কর, তারা আল্লাহ ও তাঁর রাসূলের অবাধ্য হয়েছে।

আবু বাকরা (রাহঃ)..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল (ﷺ)ইশা'র সালাতে (শেষ রাকা'আতে) রুকু থেকে মাথা উঠানোর পর বলতেন, হে আল্লাহ! ওলীদ ইবনুল ওলীদকে (কাফিরদের কবল থেকে) পরিমাণ দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
بَابُ الْقُنُوتِ فِي صَلَاةِ الْفَجْرِ وَغَيْرِهَا
1436 - حَدَّثَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ: أنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ , عَنِ ابْنِ شِهَابٍ , عَنْ سَعِيدٍ وَأَبِي سَلَمَةَ , أَنَّهُمَا سَمِعَا أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ حِينَ يَفْرَغُ مِنْ صَلَاةِ الْفَجْرِ مِنَ الْقِرَاءَةِ وَيُكَبِّرُ وَيَرْفَعُ رَأْسَهُ وَيَقُولُ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ» يَقُولُ وَهُوَ قَائِمٌ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ , وَسَلَمَةَ بْنَ هِشَامٍ , وَعَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ , وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ , اللهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ , وَاجْعَلْهَا عَلَيْهِمْ كَسِنِي يُوسُفَ , اللهُمَّ الْعَنْ لِحْيَانَ وَرِعْلًا وَذَكْوَانَ , وَعُصَيَّةَ , عَصَتِ اللهَ وَرَسُولَهُ»

1437 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ فَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ , قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ» ثُمَّ ذَكَرَ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৩৬ | মুসলিম বাংলা