শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৪৩৮
আন্তর্জাতিক নং: ১৪৪১
নামাযের অধ্যায়
ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনূত পাঠ করা ।
১৪৩৮-১৪৪১। আবু বাকরা(রাহঃ).... আবু সালামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রাযিঃ) বলেছেনঃ আমি অবশ্যই তোমাদেরকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সালাতের পদ্ধতি দেখার, অথবা তিনি অনুরূপ কোন বাক্য বলেছেন। তিনি (ﷺ) রুকু থেকে নিজ মাথা উঠিয়ে 'সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর মু'মিনদের জন্য দু'আ করতেন এবং কাফিরদের অভিসম্পাত করতেন।

আলী ইবন শায়বা (রাহঃ)....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশা'র সালাতের শেষ রাক'আতে ‘সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার পর এই বলে দু'আ করতেন : হে আল্লাহ্! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি আবু দাউদ থেকে আবু বাকরা‌ বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।

মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মায়মূন (রাহঃ).... ইয়াহইয়া (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেছেন যে, একদিন রাসূলুল্লাহ্ (ﷺ) সকালে তাদের জন্য দু'আ করলেন না, আমি তা উল্লেখ করলে তিনি বললেন, তুমি কি তাদের ব্যাপারে অবহিত নও যে, তারা তো চলে এসেছে।

আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কারো জন্য দুআ অথবা কারো রিরুদ্ধে বদ্ দু'আ করার ইচ্ছা পোষণ করতেন, তখন রুকূ' করার পরে কুনূত পাঠ করতেন। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) 'সামিআল্লাহু লিমান হামিদাহ', রাব্বানা ওয়ালাকাল হামদ' বলার পর দু'আ করতেন, হে আল্লাহ! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি "রাসূলুল্লাহ্ (ﷺ) একদিন সকালে তাদের জন্য যথারীতি দু'আ করলেন না...." আবু হুরায়রা (রাযিঃ)-এর এই উক্তির উল্লেখ করেননি এবং রাসূলুল্লাহ্ (ﷺ) কুনূত উচ্চস্বরে পাঠ করতেন। এবং তাঁর কোন কোন সালাতে এইভাবে বদ্ দুআ করতেন : হে আল্লাহ্! আরবের অমুক অমুক গোত্রের উপর লা'নত কর। এই কথাটি তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন :
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ

“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই, কারণ তারা যালিম" (৩:১২৮)
كتاب الصلاة
1438 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا هِشَامٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: لَأُرِيَنَّكُمْ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَلِمَةً نَحْوَهَا. فَكَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ وَقَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» دَعَا لِلْمُؤْمِنِينَ , وَلَعَنَ الْكَافِرِينَ

1439 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ شَيْبَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا هِشَامُ بْنُ أَبِي عَبْدِ اللهِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ إِذَا قَالَ: «سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ» فِي الرَّكْعَةِ الْأَخِيرَةِ مِنْ صَلَاةِ الْعِشَاءِ قَالَ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» ثُمَّ ذَكَرَ مِثْلَ حَدِيثِ أَبِي بَكْرَةَ , عَنْ أَبِي دَاوُدَ

1440 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَحْيَى , قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ: وَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ وَلَمْ يَدْعُ لَهُمْ فَذَكَرْتُ ذَلِكَ فَقَالَ: «أَوَ مَا تَرَاهُمْ قَدْ قَدِمُوا»

1441 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو سَلَمَةَ، مُوسَى بْنُ إِسْمَاعِيلَ , قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، قَالَ: ثنا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَأَبِي سَلَمَةَ , عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَدْعُوَ لِأَحَدٍ أَوْ يَدْعُوَ عَلَى أَحَدٍ قَنَتَ بَعْدَ الرُّكُوعِ , وَرُبَّمَا قَالَ: إِذَا قَالَ سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ , رَبَّنَا وَلَكَ الْحَمْدُ: «اللهُمَّ أَنْجِ الْوَلِيدَ» , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ قَوْلَ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ «فَأَصْبَحَ ذَاتَ يَوْمٍ , وَلَمْ يَدْعُ لَهُمْ» إِلَى آخِرِ الْحَدِيثِ. وَزَادَ قَالَ: «يَجْهَرُ بِهِ وَكَانَ يَقُولُ فِي بَعْضِ صَلَاتِهِ اللهُمَّ الْعَنْ فُلَانًا وَفُلَانًا أَحْيَاءً مِنَ الْعَرَبِ , فَأَنْزَلَ اللهُ تَعَالَى {» لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ "} [آل عمران: 128]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৪৩৮ | মুসলিম বাংলা