শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৪১৮
রূকু ও সিজ্দায় কি বলতে হয়?
১৪১৮। আবু বাকরা (রাহঃ).... আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পিছনে যখন সালাতে বসতাম তখন এ বাক্যগুলো বলতাম : السَّلَامُ عَلَى اللهِ , وَعَلَى عِبَادِهِ , السَّلَامُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ , السَّلَامُ عَلَى فُلَانٍ وَفُلَانٍ
"আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হউক; তাঁর বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হউক; জিরাঈল (আ) ও মীকাঈল (আ)-এর প্রতি শান্তি বর্ষিত হউক এবং অমুক ও অমুকের প্রতি শান্তি বর্ষিত হউক।”
এতে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা তো নিজেই সালাম তথা শান্তিদাতা। সুতরাং এরূপ বলবে না। বরং এরূপ বলবে : এরপর তিনি তাশাহহুদ-এর উল্লেখ করলেন। যেমনটি আমরা অন্য স্থানে ইবন মাসউদ (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছি। তারপর বলেছেন : “এরপর তোমাদের কোন ব্যক্তির জন্য 'সর্বোত্তম বাক্য' অথবা বলেছেন ‘পছন্দনীয় বাক্য' গ্রহণ করার ইখতিয়ার রয়েছে।”
"আল্লাহর প্রতি শান্তি বর্ষিত হউক; তাঁর বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হউক; জিরাঈল (আ) ও মীকাঈল (আ)-এর প্রতি শান্তি বর্ষিত হউক এবং অমুক ও অমুকের প্রতি শান্তি বর্ষিত হউক।”
এতে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা তো নিজেই সালাম তথা শান্তিদাতা। সুতরাং এরূপ বলবে না। বরং এরূপ বলবে : এরপর তিনি তাশাহহুদ-এর উল্লেখ করলেন। যেমনটি আমরা অন্য স্থানে ইবন মাসউদ (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছি। তারপর বলেছেন : “এরপর তোমাদের কোন ব্যক্তির জন্য 'সর্বোত্তম বাক্য' অথবা বলেছেন ‘পছন্দনীয় বাক্য' গ্রহণ করার ইখতিয়ার রয়েছে।”
1418 - حَدَّثَنَا بِذَلِكَ أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا يَحْيَى بْنُ حَمَّادٍ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ سُلَيْمَانَ , عَنْ شَقِيقٍ , عَنْ عَبْدِ اللهِ قَالَ: " كُنَّا نَقُولُ خَلْفَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسْنَا فِي الصَّلَاةِ السَّلَامُ عَلَىاللهِ , وَعَلَى عِبَادِهِ , السَّلَامُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ , السَّلَامُ عَلَى فُلَانٍ وَفُلَانٍ. فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللهَ هُوَ السَّلَامُ , فَلَا تَقُولُوا هَكَذَا , وَلَكِنْ قُولُوا» فَذَكَرُوا التَّشَهُّدَ " عَلَى مَا ذَكَرْنَاهُ فِي غَيْرِ هَذَا الْمَوْضِعِ , عَنِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: «ثُمَّ لِيَخْتَرْ أَحَدُكُمْ بَعْدَ ذَلِكَ أَطْيَبَ الْكَلَامِ أَوْ مَا أَحَبَّ مِنَ الْكَلَامِ»
হাদীসের ব্যাখ্যা:
১৪১৬ নং হাদীসের ব্যাখ্যা দেখুন।
