শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৯৬
আন্তর্জাতিক নং: ১৩৯৮
২৩-রূকু ও ‍সিজ্দায় কি বলতে হয়?
১৩৯৬-১৩৯৮। রবীউল মুয়াযযিন (রঃ).....আলী ইব্ন আবী তালিব (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রূকু অবস্থায় এ দুআ পড়তেনঃ

”হে আল্লাহ, আমি তোমার জন্যই রূকু করেছি, তোমারই উপর ঈমান এনেছি, তোমারই আনুগত্য করি, তুমি আমার প্রতিপালক। আমার কান, আমার চোখ, আমার মগজ, আমার হাড় ও আমার মেরুদন্ড ও তোমার উদ্দেশ্যে অবনত হয়ে গিয়েছে । (আর এটা ) সেই আল্লাহর জন্য, ‍যিনি জগত সমূহের প্রতিপালক।”
এবং তিনি সিজ্দায় বলতেনঃ
”হে আল্লাহ! আমি তোমারাই উদ্দেশ্যে সিজ্দা করেছি; তোমারাই আনুগত্য করি; তুমি আমার প্রতিপালক। আমার মুখমণ্ডল সেই সত্তার উদ্দেশ্যে সিজ্দা করছে, ‍যিনি একে সৃষ্টি করেছেন, এর কান ও চোখ সৃষ্টি করেছেনঅ আল্লাহ তাআলা বরকতপূর্ণ সত্তা এবং সর্বোত্তম শ্রষ্টা।

মুহাম্মাদ ইবন খুযায়মা (রাহঃ) ও ইবন আবী দাউদ (রাহঃ).... আ'রাজ (রাহঃ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
بَابُ مَا يَنْبَغِي أَنْ يُقَالَ: فِي الرُّكُوعِ وَالسُّجُودِ
1396 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي ابْنُ أَبِي الزِّنَادِ , عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ , عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ رَاكِعٌ: «اللهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ , وَلَكَ أَسْلَمْتُ , وَأَنْتَ رَبِّي , خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي وَعَصَبِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ» وَيَقُولُ فِي سُجُودِهِ: «اللهُمَّ لَكَ سَجَدْتُ , وَلَكَ أَسْلَمْتُ , وَأَنْتَ رَبِّي , سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ»

1397 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ ح

1398 - وَحَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا الْوَهْبِيُّ، وَعَبْدُ اللهِ بْنُ صَالِحٍ، قَالُوا: أنا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمَاجِشُونِ، عَنِ الْمَاجِشُونِ، وَعَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ , عَنِ الْأَعْرَجِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান