শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৯৫
রূকু ও ‍সিজ্দার সর্বনিম্ন পরিমান, যা অপেক্ষা কম জায়িজ নয়।
১৩৯৫। আহমদ আব্ন দাউদ (রঃ).......আবু হুরায়রা (রাৎ) সূত্রে নবী (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।

বিশ্লেষণঃ

বস্তুত রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এ দুই হাদীসে সেই ফরযের বিষয় ব্যক্ত করেছেন, যা জরুরী এবং এর দ্বারাই সালাত পূর্ণ হয়। সুতরাং আমরা জানতে পারলাম যে, তা ব্যতীত যা কিছু বর্ণনা হয়েছে তার দ্বারা কমছে কম ফজীলত অর্জন করা উদ্দেশ্য । উপরন্তু ওই (প্রথোমক্ত) হাদীস ‘মুনকাতি’ (সূত্র বিচ্ছিন্ন) হওয়ার কারণে সনদের দিক দিয়ে এ দুই হাদীসের সমকক্ষ নয়। আর এটা-ই ইমাম আবু হানীফা (রঃ), ইমাম আবু ইউসুফ (রঃ) ও ইমাম মুহাম্মাদ (রঃ)-এর অভিমত।
1395 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ قَالَ: ثنا مُسَدَّدٌ , قَالَ: ثنا يَحْيَى بْنُ سَعِيدٍ , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ , قَالَ: حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ , عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ نَحْوَهُ فَأَخْبَرَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَيْنِ الْحَدِيثَيْنِ بِالْفَرْضِ الَّذِي لَا بُدَّ مِنْهُ , وَلَا تَتِمُّ الصَّلَاةُ إِلَّا بِهِ. فَعَلِمْنَا أَنَّ مَا سِوَى ذَلِكَ إِنَّمَا أُرِيدَ بِهِ أَنَّهُ أَدْنَى مَا يُبْتَغَى بِهِ الْفَضْلُ , وَإِنْ كَانَ ذَلِكَ الْحَدِيثُ الَّذِي ذَلِكَ فِيهِ مُنْقَطِعًا عَنْهُ غَيْرَ مُكَافٍ لِهَذَيْنِ الْحَدِيثَيْنِ فِي إِسْنَادِهِمَا وَهَذَا قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحِمَهُمُ اللهُ تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৯৫ | মুসলিম বাংলা