শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯৩
আন্তর্জাতিক নং: ১৩৯৪
রূকু ও সিজ্দার সর্বনিম্ন পরিমান, যা অপেক্ষা কম জায়িজ নয়।
১৩৯৩-১৩৯৪। ইব্ন আবী দাউদ (রঃ).... আলী ইব্ন ইয়াহয়া (রঃ) তাঁর চাচা রিফায়া ইব্ন রাফি’ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে বসা ছিলেন। এমন সময় জনৈক ব্যক্তি প্রবেশ করে সালাত আদায় করলো, আর রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার দিকে দেখছিলেন। তিনি তাকে বললেন, যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তাকবীর বলবে। তারপর কুরআন থেকে যা কিছু তোমার স্মরণ আছে তিলওয়াত করবে। আর যদি কুরআন থেকে তোমার স্মরণ না থাকে তাহলে আল্লাহর প্রশংসা ও মাহাত্য বর্ণনা করবে এবং ’লা-ইলাহা ইল্লাল্লাহু’ পড়বে। এরপর সিজ্দা করবে সুস্থিরভাবে। তারপর সুস্থিরভাবে বসবে। যখন তুমি এরুপ করবে, তোমার সালাত পূর্ণ হয়ে যাবে। আর এর থেকে কিছু কম করলে তোমার সালাতে ঘাটতি হবে।
ফাহাদ (রঃ)………ইয়াহয়া ইব্ন আলী খাল্লাদ যুরাকী (রঃ) তাঁর পিতা-পিতামহ রিফায়া ইব্ন রাফি (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
ফাহাদ (রঃ)………ইয়াহয়া ইব্ন আলী খাল্লাদ যুরাকী (রঃ) তাঁর পিতা-পিতামহ রিফায়া ইব্ন রাফি (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে অনুরুপ রিওয়ায়াত করেছেন।
بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا يَحْيَى بْنُ صَالِحٍ الْوُحَاظِيُّ قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ , قَالَ:
1393 - حَدَّثَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ , عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ إِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَإِنْ لَمْ يَكُنْ مَعَكَ قُرْآنٌ , فَاحْمَدِ اللهَ , وَكَبِّرْ وَهَلِّلْ , ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا , ثُمَّ قُمْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا , ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ اجْلِسْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا , فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ وَمَا أَنْقَصْتَ مِنْ ذَلِكَ , فَإِنَّمَا تُنْقِصُ مِنْ صَلَاتِكَ»
1394 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ الْأَنْصَارِيُّ، عَنْ يَحْيَى بْنِ عَلِيِّ بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رِفَاعَةَ بْنِ رَافِعٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
1393 - حَدَّثَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ , عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى عَنْ عَمِّهِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا فِي الْمَسْجِدِ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى , وَرَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْظُرُ إِلَيْهِ فَقَالَ لَهُ «إِذَا قُمْتَ فِي صَلَاتِكَ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ إِنْ كَانَ مَعَكَ قُرْآنٌ فَإِنْ لَمْ يَكُنْ مَعَكَ قُرْآنٌ , فَاحْمَدِ اللهَ , وَكَبِّرْ وَهَلِّلْ , ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا , ثُمَّ قُمْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا , ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ اجْلِسْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا , فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَقَدْ تَمَّتْ صَلَاتُكَ وَمَا أَنْقَصْتَ مِنْ ذَلِكَ , فَإِنَّمَا تُنْقِصُ مِنْ صَلَاتِكَ»
1394 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ الْأَنْصَارِيُّ، عَنْ يَحْيَى بْنِ عَلِيِّ بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، رِفَاعَةَ بْنِ رَافِعٍ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ
