শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৩৯৯
রূকু ও সিজ্দায় কি বলতে হয়?
১৩৯৯। আবু উমাইয়া (রাহঃ).... আলী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) রুকু কালে বলতেন :
“হে আল্লাহ্! আমি তোমারই উদ্দেশ্যে রুকূ করেছি, তোমরাই প্রতি ঈমান এনেছি; তোমারই উদ্দেশ্যে আনুগত্য করি, তুমি আমার প্রতিপালক। আমার কান, চোখ, মগজ, হাড় ও যার দ্বারা আমার পা প্রতিষ্ঠিত আছে, সব তোমার উদ্দেশ্যে অবনত হয়ে গিয়েছে সে আল্লাহর জন্য, যিনি জগত সমূহের প্রতিপালক"।
“হে আল্লাহ্! আমি তোমারই উদ্দেশ্যে রুকূ করেছি, তোমরাই প্রতি ঈমান এনেছি; তোমারই উদ্দেশ্যে আনুগত্য করি, তুমি আমার প্রতিপালক। আমার কান, চোখ, মগজ, হাড় ও যার দ্বারা আমার পা প্রতিষ্ঠিত আছে, সব তোমার উদ্দেশ্যে অবনত হয়ে গিয়েছে সে আল্লাহর জন্য, যিনি জগত সমূহের প্রতিপালক"।
1399 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَكَعَ قَالَ: «اللهُمَّ لَكَ رَكَعْتُ , وَبِكَ آمَنْتُ , وَلَكَ أَسْلَمْتُ , أَنْتَ رَبِّي , خَشَعَ لَكَ سَمْعِي وَبَصَرِي وَمُخِّي وَعَظْمِي , وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ»
