শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৩৭৭
আন্তর্জাতিক নং: ১৩৭৮
রূকুতে ’তাতবীক’ তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে
১৩৭৭-১৩৭৮। আবু বাকরা (রঃ) ……..আবু ইয়া’কুব (রঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মুস্‌আব ইব্ন মা’দ (রাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি একবার আমার পিতার পার্শ্বে সালাত আদায় করছিলাম। আমি আমার দুই হাত হাঁটুর মাঝে স্থাপন করি। তখন তিনি আমার হাতে হাত মেরে বললেনঃ হে বৎস! আমরা পূর্বে এরুপ করতাম। কিন্তু (পরবর্তীতে) আমাদেরকে হাতের তালু হাঁটুর উপর স্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে।

রবীউল মুয়াযযিন (রঃ) ………আবু ইয়া’ফূর (রাহঃ) থেকে অনুরুপ বর্ণনা করেছেন।
1377 - فَإِذَا أَبُو بَكْرَةَ قَدْ حَدَّثَنَا , قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي يَعْفُورٍ , قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَجَعَلْتُ يَدَيَّ بَيْنَ رُكْبَتَيَّ , فَضَرَبَ يَدَيَّ، فَقَالَ: «يَا بُنَيَّ إِنَّا كُنَّا نَفْعَلُ هَذَا فَأِمَرْنَا أَنْ نَضْرِبَ بِالْأَكُفِّ عَلَى الرُّكَبِ»

1378 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي يَعْفُورٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৩৭৭ | মুসলিম বাংলা